Notice Archive
-
30 Apr 2017
ছুটির বিজ্ঞপ্তী
অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/কর্মচারী এবং ছাত্রীদের জানানো যাইতেছে যে, আগামী ১লা মে রোজ সোমবার মহান “মে দিবস” ও ০২/০৫/২০১৭ইং খ্রিঃ তারিখ হইতে ১২/০৫/২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বোদ্ধ পূর্নিমা ও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
-
27 May 2016
একাদশ শ্রেণীতে ভর্তি চলিতেছে।আবেদন শুরু ২৬/০৫/১৬ ইং তারিখ হতে ০৯/০৬/১৬ ইং তারিখ পর্যন্ত।
একাদশ শ্রেণীতে অনলাইনে ছাত্রী ভর্তির আবেদন শুরু ২৬/০৫/১৬ ইং তারিখ হতে ০৯/০৬/১৬ ইং তারিখ পর্যন্ত। প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১১১২৬৯২৬। ভর্তি ইচ্ছুক ছাত্রীরা নিজেদের টেলিটক সিমের মাধমে নিম্নোক্ত SMS প্রেরনের মাধ্যমে নিজেরা অথবা অত্র কলেজে নিজ/অভিভাবক এসে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
-
22 Oct 2019
ছুটির বিজ্ঞপ্তি
অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী এবং ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২৩/১০/১৯ খ্রিঃ রোজ বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা উপলক্ষে প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান বন্ধ থাকিবে। আগামী ২৪/১০/১৯ খ্রিঃ রোজ বৃহস্পতিবার হইতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথারীতি চলিতে থাকিবে।
-
19 Jan 2020
বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২০খ্রি.
আগামী ২৩/০১/২০২০খ্রি. রোজ বৃহস্পতিবার এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষার্থীদের বিদায় এবং ২০২০ সালে ভর্তিকৃত ছাত্রীদের বরণ করা হবে। সেই সাথে অত্র প্রতিষ্ঠানের এসএসসি (ভোকেশনাল)শাখার মোঃ আনোয়ার হোসেন, সহকারী লাইব্রেরিয়ান এর অবসর গ্রহণ করায় বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হবে। উক্ত তারিখে সকল শিক্ষক -কর্মচারী এবং ছাত্রীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে নোটিশ প্রদান করা হলো।\\nআদেশক্রমে\\nঅধ্যক্ষ
-
18 Oct 2016
অত্র কারিগরি বোর্ডের ২০১৭ সনের এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত
অত্র প্রতিষ্ঠানের এস.এস.সি (ভোক) দশম শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ফেব্রুয়ারী/২০১৭ খ্রিঃ হইতে দশম শ্রেণীর বোড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্তে বিলম্ব ফি ছাড়া আগামী ২৫/১০/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে দশম শ্রেণী র্বোড সমাপনী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদেরকে নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অন-লাইনে ফরম পূরণ করতে বলা হইল। পরীক্ষার সময়সূচি যথারীতি বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।\\\\n\\\\nপরীক্ষার ফরম ফিলাপ ফিঃ\\\\n১।নিয়মিত=১৮০০/=\\\\n২। অনিয়মিত=১৫০০/=\\\\n\\\\n
-
14 Mar 2017
নবম শ্রেণী-এস.এস.সি (ভোকেশনাল) ফাইনাল রেজাল্ট-২০১৬ প্রকাশিত
এস.এস.সি (ভোকেশনাল) নবম শ্রেণী বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট-২০১৬
-
10 Nov 2019
এসএসসি ভোকেশনাল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০১৯ এর সংশোধিত সূচি
২০১৯ খ্রিষ্টাব্দের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণি সমাপনীর ৯ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ নভেম্বরের এসএসসি ভোকেশনাল সমাপনীর পদার্থ বিজ্ঞান (সৃজনশীল)পরীক্ষা ১৭ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
-
04 Nov 2021
ছুটির বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী কালী/ শ্যামা পূজা উপলক্ষে আগামী ০৪/১১/২০২১ খ্রিঃ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকিবে।
-
03 Mar 2021
জরুরী নোটিশ
অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক -কর্মচারী এবং ১৮+ ছাত্রীদের অবগতির জানানো যাচ্ছে যে,অত্যবশকীয়ভাবে আগামী ০২(দুই) দিনের মধ্যে ডিজিটাল ঢাকা ম্যারাথন-২০২১ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।