Notice Details
-
18 Oct 2016
অত্র কারিগরি বোর্ডের ২০১৭ সনের এসএসসি (ভোকেশনাল) দশম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষার ফরম পূরন সংক্রান্ত
অত্র প্রতিষ্ঠানের এস.এস.সি (ভোক) দশম শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ফেব্রুয়ারী/২০১৭ খ্রিঃ হইতে দশম শ্রেণীর বোড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্তে বিলম্ব ফি ছাড়া আগামী ২৫/১০/২০১৬ খ্রিঃ তারিখের মধ্যে দশম শ্রেণী র্বোড সমাপনী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদেরকে নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অন-লাইনে ফরম পূরণ করতে বলা হইল। পরীক্ষার সময়সূচি যথারীতি বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।\\\\n\\\\nপরীক্ষার ফরম ফিলাপ ফিঃ\\\\n১।নিয়মিত=১৮০০/=\\\\n২। অনিয়মিত=১৫০০/=\\\\n\\\\n